চাঁদপুরে বাস-অটোরিক্সা সংঘর্ষে মামা-ভাগ্নি নিহত, আহত ৩

পিবিএ,চাঁদপুর: চাঁদপুরে যাত্রীবাহি বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিক্সা যাত্রী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার সরদার বাড়ির তাজুল ইসলামের ছেলে মো. ইমরান হোসন ও তার ভাগ্নি আনিকা (১০)। নিহতের পিতা তাজুল ইসলাম পিবিএ’কে জানান, ইমরান ঢাকায় ইসলামি ব্যাংকে চাকরি করতো। ভোরে তার ভাগনি আনিকাকে নিয়ে চাঁদপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানার এস আই রেজাউল পিবিএ’কে জানায়, চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা পরিবহনের যাত্রীবাহি বাস ঘোষেরহাট বটতলা এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং ওই স্থানে ৪ জনের মধ্যে ৩ জনকে চাঁদপুর সরকারি হাসপাতলে পাঠানো হয়। এরপর শিশু আনিকা ঢাকায় নেওয়ার পথে মতলব এলাকায় মারা যায়। অন্যদিকে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন এক ঘন্টা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। পরে আমরা এসে যানবাহন চলাচল স্বাভাবিক করি।

চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম পিবিএ’কে জানান, দুর্ঘটনায় আহত আনিকা (১০), রতন (৩০) ও জুয়েল (৩৫) এর অবস্থা খুবই আশংঙ্খা জনক দেখে আমরা দ্রুত ঢাকায় রেফার করেছি।

আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পিবিএ’কে জানান, সকালে সিএনজি-বাসের সংঘর্ষের খবর শুনতে পেয়ে এখানে ছুটে আসি। বিক্ষুব্ধ জনতা এখানে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আমরা নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর ও আহতদের সরকারি হাসপাতালে প্রেরণ করি এবং পুলিশের সহায়তায় সড়ক অবরোধ বন্ধ করে দেই।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ পিবিএ’কে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একজন যাত্রী নিহত হয়েছে এবং ঢাকায় নেওয়ার সময় আরো এক শিশুর মৃত্যু হয়। এছাড়া আরা ৩ জন যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান পিবিএ’কে বলেন, চাঁদপুর-কুমিল্লা সড়কে যাত্রীবাহি বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আমরা আহতের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি। দূর্ঘটনার বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

পিবিএ/এসই/এমএসএম

আরও পড়ুন...