চাঁদপুরে বোরো ধান সংগ্রহ শুরু

পিবিএ,চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার কৃষকদের কাছ থেকে বোরো ধান, ২০১৯ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।চাঁদপুর সিএসডিতে ২৬ টাকা কেজি ও প্রতি মন ধান ১ হাজার ৪০ টাকা করে ক্রয় করা হচ্ছে।


গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকতা কানিজ ফাতেমা সরকারিভাবে ধান, চাল সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগার(সিএসডি) ব্যবস্থাপক সালমা আক্তার, উপ- সহকারী কৃষি কর্মকর্তা বালিয়া ইউনিয়ন,চাঁদপুর সদর,সিএসডি লেবার হেল্ডিং ঠিকাদার আলহাজ্ব নান্নু মিয়াসহ কৃষকবৃন্দ।
এবছর সরকারি নির্ধারিত মূল্যে চাঁদপুর সদর উপজেলার প্রকৃত কৃষক হতে ১৫৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।এসময় ইউএনও খাদ্য গুদামে সংগ্রহকৃত রাইস মিলের সরবরাহকৃত চাল কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য,সরকারি নির্দ্দেশ মোতাবেক কৃষি বিভাগের ২০১৯ সালের উৎপাদিত বোরো মওসুমের ধান তালিকাভুক্ত কৃষি কার্ডধারী কৃষক ভাইদের নিকট হতে ধান ক্রয় করা হবে। ১ জন কৃষক সর্বনিম্ম ৩ মন এবং সর্বোচ্চ ৩ মেঃটন ধান আগে আসলে আগে বিক্রি করতে পারবেন।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...