চাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন


পিবিএ, চাঁদপুর : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের পর শহরের অঙ্গিকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

এরপর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, নৌ-পুলিশের পক্ষে পুলিশ সুপার জমসের আলী, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আ’লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

এছাড়াও জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেন। পরে দিবসের অন্যান্য কর্মসূচী পর্যায়ক্রমে পালিত হয়।

পিবিএ/এমএ/এমএসএম

আরও পড়ুন...