পিবিএ,চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা ইউনিয়নের চরমগুয়া গ্রামে মিসু আক্তার (২০) নামে এক যুবতিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে ওই গ্রামের ফরমান আলী মিজি বাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত মিসু ওই বাড়ীর মৃত সেলিম মিজির কন্যা। প্রায় একবছর আগে মিসুর পাশ্ববর্তী সন্তোষপুর গ্রামের কাতার প্রবাসী এক ছেলের সাথে বিয়ে হয়। কিন্তু মিসু বাবার বাড়ীতেই থাকতেন।
স্থানীয় বাসিন্দা মো. আলমগীর পিবিএ’কে জানান, ভোরে মিসুর মা সালেহা বেগম তার ছোট দুই ভাইকে মক্তবে পড়ার জন্যে নিয়ে যান। ওই সময় মিসু ঘরে একাছিলো। ঠিক ওই মুহুর্তে একই গ্রামের বাসার খানের ছেলে সুজন খান (২৫) সহ সংঘবদ্ধ কয়েকজন অতর্কিতভাবে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মিসুকে জখম করে। তার চিকৎকার শুনে মা সালেহা বেগম এগিয়ে এসে হামলাকারীদের ধরার চেষ্টা করেন। কিন্তু তারা দৌড়ে পালিয়ে যায়। পরে মিসুকে বাড়ির লোকজন উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় দাউদকান্দি এলাকায় সকাল ১০টায় মৃত্যুবরণ করেন।
মিসুর সম্পর্কে চাচা সাবেক ইউপি সদস্য সেকান্দর মিয়াজী পিবিএ’কে জানান, ঘটনার সময় আমরা ছিলাম না। খবর পেয়ে জানতে পারি মিসুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
চরমগুয়া গ্রামের ইউপি সদস্য ভুট্টো মিয়া পিবিএ’কে জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে ওই বাড়ীতে গিয়েছি। পুলিশ এসে সকল তথ্য নিয়েছে। ঘটনার পর থেকেই হামলাকারী যুবকরা এলাকা ছেড়ে পালিয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে লাশ ময়ণাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠাই। এই হত্যাকাণ্ডের ঘটনাড স্থানীয় লোকজন শোহেব নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।
পিবিএ/শরীফুল ইসলাম/ ইকে