চাঁদপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিবিএ,চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কালিবাড়ী এলাকায় রেলওয়ের সম্পতিত্তে গড়ে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল আল মাহমুদ জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। অভিযানে চাঁদপুর শহরের কালিবাড়ী কোর্ট স্টেশন এলাকার রেল লাইনের পাশে থাকা প্রায় ২০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর নাহার, মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম আজাদ কালেক্টর তহিদুল ইসলাম তপন, ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আল মাহমুদ জামান জানান, কোর্ট স্টেশন এলাকার রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যদি এর পরে আবারো অবৈধ দোকানপাট গড়ে তোলা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/এমএ/হক

আরও পড়ুন...