চাঁদপুরে লঞ্চ ডুবি

পিবিএ ডেস্কঃ চাঁদপুরে মেঘনায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তিন শতাধিক লঞ্চ যাত্রী মঙ্গলবার(২১ মে) মধ্যরাতে জেলার মতলব উত্তরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, রাজধানীর সদরঘাট থেকে ভোলার লালমোহন যাচ্ছিল গ্লোরী অব শ্রীনগর-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। লঞ্চটি মোহনপুর এলাকায় পৌঁছালে তার তলার একাংশ ফেটে যায়। এতে ডুবে যাবার ভয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় যাত্রীদের চিৎকারে চালক লঞ্চটি নদী তীরে নিয়ে আসেন। এমন পরিস্থিতিতে মুকুল নামে ওই লঞ্চের যাত্রী মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে কল করেন। এরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোবহান সরকার শুভ কোস্টগার্ড, ফায়ারসার্ভিস ও নৌপুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

পরে তাদের সহায়তায় দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন। রাত ১২ টার পর গ্লোরী অব শ্রীনগর-৮ নামের অপর আরেকটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে আটকেপড়া যাত্রীদের নিয়ে ভোলার লালমোহনের পথে যাত্রা করে।

বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, মূলত যাত্রীদের সঙ্গে বাড়তি মালামাল বহনের কারণে লঞ্চটির তলা ফেটে যায়।

এদিকে, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার আরো জানান, সময় মতো পরিস্থিতি সামাল না দিলে মাঝ নদীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতো এমভি গ্লোরী অব শ্রীনগর-২ নামের যাত্রীবাহী এই লঞ্চটি।

পিবিএ/এম ড়ে

 

আরও পড়ুন...