মর্গে আধুনিক যন্ত্রপাতির অভাব

চাঁদপুরে হাসপাতালের দুই কিলোমিটার দূরে শুকরের খামারের পাশে মর্গ

ময়লা আবর্জনা
শহরের বিভিন্ন পাড়া মহল্লার ময়লা আবর্জনা এনে ফেলা হয় মর্গের সামনে

পিবিএ, চাঁদপুর: হাসপাতালের পাশে মর্গ থাকার কথা থাকলেও চাঁদপুরে এর উল্টো চিত্র। শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গটি অবস্থিত দুই কিলোমিটার দূরে স্বর্ণখোলা রোডে। শহরের বিভিন্ন পাড়া মহল্লার ময়লা আবর্জনা এনে ফেলা হয় মর্গের সামনে।

এতে করে দূর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসকসহ ভূক্তভোগীর আত্মীয়দের। দূরত্ব আর নানা সংকটে ময়নাতদন্তের কার্যক্রম ব্যহত হচ্ছে। মর্গে আধুনিক যন্ত্রপাতির অভাব, ময়লা-আবর্জনা সমস্যা ও ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এর প্রভাব পড়ছে ময়নাতদন্তের রিপোর্টেও।

শহরের স্বর্ণখোলা রোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ একটি ভূতুড়ে ভবনে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গটি। হাসপতাল থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত মর্গটিতে ময়না তদন্তের জন্য নেই কোন সুব্যবস্থা। মর্গের চারপাশে ময়লা-আবর্জনার বাগাড়, রয়েছে শুকরের খামার। মর্গের আশপাশে শুকরের বিচরন আর দূষিত ময়লা আবর্জনায় ভরা পরিবেশেই চিকিৎসকদের করতে হচ্ছে ময়নাতদন্তের মত গুরুত্বপূর্ণ কাজ।

চাঁদপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, অপরিকল্পিতভাবে তৈরিকৃত মর্গটিতে নেই পর্যাপ্ত লোকবল, আধুনিক যন্ত্রপাতি, লাশ সংরক্ষণের জন্য ফ্রিজ, ভেন্টিলেশনসহ মরদেহ দোয়ার পরে রক্ত ও পানি নিস্কাশনের ব্যবস্থা। এখানে ময়নাতদন্তের জন্য চারজন ডোমের চাহিদা থাকলেও রয়েছে মাত্র দুই জন। এদের মধ্যে একজন মামলা সংক্রান্ত জটিলতায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাই চার জনের কাজ একজন ডোমের মাধ্যমেই করা লাগছে চিকিৎসকদের। এমনকি ময়নাতদন্তকারী কোন চিকিৎসকও নেই চাঁদপুরে। তাই বাধ্য হয়েই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার, সার্জারি, মেডিসিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের হাসপাতালের ডিউটি ফেলে ময়নাতদন্তের কাজ করতে হচ্ছে।

 মর্গে
মর্গে আধুনিক যন্ত্রপাতির অভাব, ময়লা-আবর্জনা সমস্যা ও ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এর প্রভাব পড়ছে ময়নাতদন্তের রিপোর্টেও।

চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুজাউদৌলা রুবেল বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝে আমাদের কাজ করতে হয়। মর্গটির আশপাশের পরিবেশে যে কোন সুস্থ্য মানুষ অসুস্থ্য হয়ে পড়বে। কর্তৃপক্ষকে অনেক বার বলার পরেও ময়লা আবর্জনা ফেলা বন্ধ হয়নি। শুকরের খামার পেরিয়ে যাওয়া লাগে মর্গে।

তিনি আরো বলেন, আমাদের এখানে লাশ কাটার জন্য কোন আধুনিক যন্ত্রপাতি নেই, লাশ সংরক্ষণের জন্য ইে কোন ফ্রিজিং ব্যবস্থা। তাই অনেক সময় গরমে লাশে পচন ধরে ময়নাতদন্ত কার্যক্রমে বেঘাত ঘটে। তাছাড়া এই কাজের জন্যে ডাক্তারদের প্রনোদনার ব্যবস্থা না থাকায় অনেক সময় চিকিৎসকরাও আগ্রহী হয় না ময়নাতদন্ত কাজের জন্য। এখানে কোন পরীক্ষাগার না থাকায় রিপোর্টের জন্যে লাশের দেহের বিভিন্ন সেম্পল কুমিল্লা ও চট্টগ্রাম পাঠানো হয়। এতে তদন্তের রিপোর্ট পেতে ১৫ দিন থেকে মাসখানেক সময় লেগে যা।

মর্গের একমাত্র ডোম বাপ্পী বলেন, লোকবল সংকটের কারণে মর্গে আমার একাই সকল কাজ করতে হয়। অনেক সময় লাশ বেশি আসলে সমস্যায় পড়তে হয়। মর্গের ভিতরে আলো-বাতাসের ব্যবস্থা ঠিকমত না থাকায় অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। তাছাড়া একটু বৃষ্টি হলেই ভাঙা জানালা দিয়ে পানি ঢুকে যায় মর্গে। এতে কাজে অনেক ক্ষতি হয়ে থাকে।

চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল আজিম পিবিএ‘কে বলেন, হাসপাতালের মর্গের এই সংকট দূর করতে কর্তৃপক্ষের নিকট বিভিন্ন সময়ে দাবি জানালেও আশ^াস ছাড়া সমাধান পাওয়া যায়নি। এই রকম নোংরা পরিবেশ কাজ করার মত নয়। কিন্তু বাধ্য হয়েই কাজ করা লাগছে আমাদের। উন্নত ও আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেক সময় ১০ মিনিটের কাজ ১ ঘন্টা গেলে যায়। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও সঠিক রিপোর্ট দেওয়ার শতভাগ চেষ্টা করা হয় বলে জানান তিনি।

পিবিএ/শরীফুল ইসলাম/জেডআই

আরও পড়ুন...