মহিউদ্দিন আল আজাদ,চাঁদপুর: আবহাওয়া অনুকূলে থাকায় এবছর চাঁদপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। জেলার বিস্তীর্ণ মাঠগুলোতে শীতকালীন রবি শস্য মৌসুমে সরিষার সবুজ গাছ হলুদ ফুলে সেজেছে। আমন ধান ঘরে তোলার পর পরেই চাঁদপুরের কৃষকেরা সরিষা চাষে মনোনিবেশ করেছেন। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা পূরণ করায় কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন।
পদ্মা মেঘনার বিধৌত পলিমাটি, আর ডাকাতিয়া-ধনাগোদা নদীর দু পারের বিস্তৃত মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে মৌমাছিদের মৌ মৌ গন্ধে প্রকৃতি প্রেমিকদের মনকাড়ে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯৫০ হেক্টর জমি।
যার মধ্যে চাঁদপুর সদরে ৪৬০ হেক্টর, মতলব উত্তরে ১৫০০ হেক্টর , মতলব দক্ষিণে ২৯৫ হেক্টর, হাজীগঞ্জে ৬৫০ হেক্টর, শাহরাস্তিতে ২৮৫ হেক্টর, ফরিদগঞ্জে ১৬০ হেক্টর ও হাইমচরে ২১৫ হেক্টর জমি।
জানা যায় , চলতি ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমের শীতকালীন আবাদে ৮ উপজেলার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯৫০ হেক্টর জমি। ইতোমধ্যে আবাদের অগ্রগতি হয়েছে ৩৬২৭ হেক্টর জমিতে। উফশী জাতের করা হয়েছে ৩৬০২ হেক্টর ও স্থানীয় জাতের করা হয়েছে ২৫ হেক্টর জমি।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, হাজীগঞ্জে সরিষার বাম্পার ফলন হয়েছে। আশা করা যাচ্ছে আবহাওয়াসহ সার্বিক দিক অনুকূলে থাকলে এই অঞ্চলের কৃষকেরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে সক্ষম হবে। আমাদের কৃষি অফিস থেকে অনেক কৃষককে সরিষার বীজ প্রণোদনা দেয়া হয়েছে।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের জানান, জেলায় এ বছর সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯৫০ হেক্টর জমি। আবাহাওয়া অনুকূলে সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে সরিষার ফলণ লক্ষমাত্রা অর্জন ছাড়িয়ে যাবে।