পিবিএ,চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদগঞ্জের টিএন্ডটি মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফরিদগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে আল আমিন ও কুষ্টিয়া জেলার দৌলতপুরের বদু মোল্লার ছেলে তরিকুল ইসলাম।
এ বিষয়ে চাঁদপুরে পুলিশ সুপার জিহাদুল কবির প্রেস ব্রিফিংয়ে জানান, আটককৃতরা ইয়াবাগুলো বিশেষ কৌশলে শরীরে বিভিন্ন স্থানে সংরক্ষিত রাখে। এসময় তাদের সন্দেহ হলে পুলিশ আল আমিন ও তরিকুলের দেহ এবং মোটর সাইকেল তল্লাশী করে ১৬ হাজার ইয়াবা জব্দ করে। তারা ইয়াবার ডিলার বলে নিশ্চিত করেন পুলিশ সুপার।
আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি ও তরিকুলের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুর রকিব, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধরসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মী।
পিবিএ/এসআই/আরআই