চাঁদপুর নতুন আরো ৩০ জনের করোনা শনাক্ত

ona

পিবিএ,চাঁদপুর: চাঁদপুর জেলায় আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৩০জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ’ ১৯জন। সোমবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭১জন। সুস্থ্য হয়েছেন ৮৫৮জন।

মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজকে ঢাকা থেকে ৭৮টি। এর মধ্যে পজিটিভ ৩০টি এবং নেগেটিভ ৪৮টি।

আক্রান্ত ৩০ জনের মধ্যে চাঁদপুরের ২২জন, মতলব উত্তরে ১জন, ফরিদগঞ্জ ১জন, হাজীগঞ্জ ৩জন, কচুয়া ১জন ও শাহরাস্তি ২জন। নেগেটিভ ৪৮টি রিপোর্টের মধ্যে চাঁদপুর সদরে ২৭টি, মতলব দক্ষিণে ১টি, হাজীগঞ্জে ৫টি, শাহরাস্তি ১৫টি।

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫১৯জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৭৪, হাইমচরে ১১৪, মতলব উত্তরে ১১০, মতলব দক্ষিণে ১৬৯, ফরিদগঞ্জে ১৭৫, হাজীগঞ্জে ১৫১, কচুয়া ৬৯ ও শাহরাস্তি ১৫৭জন।

তিনি আরো বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭১জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জ ৯, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৬, কচুয়া ৬, মতলব উত্তরে ৯, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।

পিবিএ,মো. মহিউদ্দিন আল আজাদ/এসডি

আরও পড়ুন...