চাঁদপুর নায়েরগাঁও বাজারে ১শ দোকানে তালা

পিবিএ,চাঁদপুর: মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের একতা মার্কেট ও মাস্ক মার্কেটের প্রায় ১শত দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। সরকারি আইন অমান্য করে দোকান খোলার অপরাধে বাজার কমিটির নেতৃবৃন্দের ও ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে এ দোকানগুলোতে তালা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক নায়েরগাঁও বাজার মনিটরিংকালে এ দোকানগুলি তালা লাগিয়ে দোকানের চাবি বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে ন্যস্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আল মামুন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
পিবিএ/মিজানুর রহমা/এএম

আরও পড়ুন...