পিবিএ,ঢাকা: চাঁদাবাজি রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি ড, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার (২৬ মে) পুলিশ সদর দপ্তরে এ নির্দেশনা দেন। তিনি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজি রোধে এ কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, সরক ও মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সিসিটিভি স্থাপন, ট্রাক, পিকআপ এবং পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহণ রোধ এবং সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে যানবাহন না থামানোর নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে সকল মেট্রোপলিটন ও রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি এসব নির্দেশ দেন। ভিডিও কনফারেন্সে আইজিপি পুলিশ কর্মকর্তাদের ঈদ যাত্রার সময় টার্মিনাল থেকে বাস ছাড়ার পূর্বে চালকের ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করার কথা বলেছেন। চালকরা যাতে বাসের ছাদে যাত্রী পরিবহণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে বলেছেন। রেলপথে নাশকতা রোধে নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর মারা রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে যেন কোনভাবে এ ধরণের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ এবং নৌপথে অন্য কোন স্থান হতে নৌকা দিয়ে যাত্রী উঠনো বন্ধ করতে হবে।
সাধারণ মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করার লক্ষ্যে মার্কেট ও শপিংমলে ভোররাত পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি মার্কেট কমিটি কর্তৃক নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বৃহৎ মার্কেট ও শপিংমলে সিসিটিভি, হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং প্রয়োজনে আর্চওয়ে স্থাপনের পরামর্শ দেন। জাতীয় ঈদগাহ, কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান ঈদগাসহ বিভাগ ও জেলার কেন্দ্রীয় ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন। ঈদের ছুটিতে আবাসিক এলাকা, ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি। তিনি দেশব্যাপী মাদক, জাল টাকা, অবৈধ অস্ত্র উদ্ধার, মানব পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনার কথা বলেছেন পুলিশ কর্মকর্তাদের।
আইজিপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, জঙ্গি সংগঠনের কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জঙ্গিরা যাতে ভাড়া বাসাকে আস্তানা হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য নিয়মিত ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিদেশী কূটনৈতিক মিশন ও স্থাপনা এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন আইজিপি। যাকাত বিতরণকালে যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে সর্তকতার সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সকল ইউনিটকে নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক। ভিডিও কনফারেন্সকালে অতিরিক্ত আইজিপিগণ, সকল মেট্রোপলিটন ও রেঞ্জের কমিশনারগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পিবিএ/ইউএফএ/এমএসএম