চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩

মো.দীন ইসলাম,ঢাকা: সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (১৭ জানুয়ারি)পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)যুগ্ম ইমাম হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, পল্টন থানায় মামলার ভিত্তিতে গতকাল (১৬ জানুয়ারি) সিআইডির একটি টিম পল্টন মডেল থানা এলাকা থেকে ভিকটিম মো. মিরাজুল ইসলামসহ আরও ৪ জননের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এই চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

মূলহোতা মো. হারুন অর-রশিদ (৩৬) এবং দুই সহযোগী সেকেন্দার আলী (৩৪) ও মাসুদ রানা (২৩)-কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের ভূয়া নিয়োগপত্র ৪টি। বিভিন্ন মন্ত্রণালয়ের আবেদনপত্র ৩টি।
ভিকটিমদের স্বাক্ষরীত বিভিন্ন ব্যাংকের

ব্লাঙ্ক চেক ৬ টি, ভিকটিমদের স্বাক্ষরীত ব্লাঙ্ক স্টাম্প ২৪ টি। ৫ মন্ত্রণালয়ের মন্ত্রীর সরকারি চাকরির জন্য সুপারিশকৃত ভূয়া ডিও লেটার ও বিভিন্ন ব্যক্তিদের ছবি ও অন্যান্য কাগজপত্র সম্বলিত বায়োডাটা উদ্ধার করা হয়।

সিআইডির এই কর্মকর্তা বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করে ও বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎসহ ভিকটিমদের কাছ থেকে ব্লাঙ্ক চেক ও ব্লাঙ্ক স্টাম্প সংগ্রহ করে নিজ দখলে রাখে। এ সংক্রান্ত পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হলে তাদের গ্রেফতার করে প্রতারণার কাজে জড়িত মালামাল জব্দ করা হয়।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...