চাকুরীজীবি হয়ে উঠা হলো না তারেকের

kisoregonj-PBA
সড়ক দূর্ঘটনায় নিহত তারেক

পিবিএ,কিশোরগঞ্জ: পড়াশুনা শেষ করে চাকুরীজীবি হওয়ার স্বপ্নটা পূরণ হলো না তারেকের। সড়ক দূর্ঘটনায় নিভে গেলো তারেকের জীবন প্রদীপ। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বেথইর গ্রামের মৃত মোঃ ফজলু মিয়ার ছেলে নিহত মোঃ তারেক মিয়া (১৮)। নিহত তারেক কটিয়াদী উপজেলার মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের বিএম শাখা থেকে এবার সে একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুুপুরে পরীক্ষা দিতে তারেক মোটর সাইকেলে করে কটিয়াদীতে ডা. আ. মান্নান মহিলা কলেজ কেন্দ্রে যাচ্ছিল। কেন্দ্রে যাওয়ার পথে উপজেলার বাগরাইট এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি টমটমের সাথে তারেকের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মৃত্যুবরণ করে।

নিহত তারেকের মা জায়েদা জানান, ছয় মাসও হলো না সড়ক দূর্ঘটনায় তারেকের বাবাকে হারিয়েছি। বাবার মৃত্যুর ছয় মাসের মধ্যে ছেলেকেও হারালাম। আল্লাহ আমারে কোন পরীক্ষায় ফেললো। অনেক আশো ছিলো ছেলেটাকে পড়ালেখা করিয়ে চাকুরীজীবি বানাবো! তা আর হলো না। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তারেক পাঁচ ভাইয়ের মধ্যে তারেক চতুর্থ। তার বড় তিন ভাই প্রবাসী। পিতা, পূত্রের অল্প সময়ের ব্যবধানের এমন মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফ.হ. জোয়ারদার আলমগীর জানান, তারেক নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করলেও শনিবার অনুপস্থিত ছিলো। পরে খোঁজ নিয়ে জানতে পারি সড়ক দুর্ঘটনায় তারেক আমাদের ছেড়ে চলে গেছে। খবর পেয়ে তারেকের বাড়িতে গিয়ে তার লাশ দেখে আর কান্না থামাতে পারিনি। তার মৃত্যুতে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২১ এপ্রিল) বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

পিবিএ/জেআই

আরও পড়ুন...