চাকুরীর প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

পিবিএ,ঢাকা: রাজধানীর কাফরুল এলাকায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং জালটাকার কারবারি প্রতারকচক্রের মূলহোতাসহ ২ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গতকাল রাজধানীর কাফরুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন,মূলহোতা মো. আবুল কালাম সরদার (৩৮) ও মো. জনি সিকদার ওরফে ফাহিম(৩৩)। এসময় তাদের কাছে কাছ থেকে ৪,৮৭,০০০/-টাকার জালনোট,১ টি ভূয়া নিয়োগপত্র,৩ টি মোবাইল,৩ টি সিমকার্ড এবং নগদ-২৭,২৯৭/-টাকা উদ্ধার করা হয়।

শনিবার ৩ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া)জিয়াউর রহমান চৌধুরী।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণা এবং জালনোট কারবারী চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিলো। প্রতারণামূলক কর্মকান্ডের পাশাপাশি তারা জাল টাকা উৎপাদন, দখল ও বিতরণের মতো আরো অনেক বেআইনি কার্যকলাপে জড়িত।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরণের অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন...