পিবিএ,রাজশাহী: বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) চাকুরী দেয়ার নামে প্রতারণা। রাজশাহী চারঘাট উপজেলায় ৩ ভূয়া নিয়োগ চক্রের সদস্যকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটর্কৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহন করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার শহীদুল্লাহ।
গতকাল সোমবার বিকাল অনুমান ৪ টার সময় রাজশাহী চারঘাট উপজেলার সারদা বাজার চৌরাস্তা মোড়ে ভূয়া চাকুরী দেয়ার নামে অর্থ আত্মসাত করার সময় পুলিশ কর্তৃক ৩ ভূয়া নিয়োগ প্রতারক আটক হয়। সারদা বাজারে কয়েকজন লোকের মাঝে বাদবিতান্ড করতে দেখা যায়। ঘটনাস্থল অনুসন্ধান করে ৩ ভূয়া নিয়োগ প্রতারককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই তাদের নিকট হতে সরকারী বিভিন্ন দপ্তরের নিজ নামে কর্মকর্তা পরিচয় পত্র জব্দ করা হয়েছে বলে জানায়, এসআই তরিকুল ইসলাম।
আটকৃর্তরা হলো, নওগা জেলার চক মুথার গ্রামরে আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসনে, কুষ্টিয়া জেলার কুমারখালি গ্রামের বজলুর ছেলে রিপন এবং বকুলের ছেলে শাহীন হোসেন। তারা উভয় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ফলিমারা গ্রামের মৃত সলিম হোসেনের ছেলে বিল্লাল হোসেনকে চাকুরীর নিয়োগ পত্র দেয়ার নামে ৬ লক্ষ টাকা দাবি করে।
বাংলাদেশ পুলিশ একাডেমিতে অফিস সহকারী পদে নিয়োগ দেয়ার কথা বলে বিল্লাল হোসেনকে রাজবাড়ী জেলা থেকে ডেকে আনে। চাকুরীর নিয়োগ পত্র দেয়ার নামে ৬ লক্ষ টাকার চুক্তি হয়। ইতোমধ্যে ১ লক্ষ ৫০ হাজার টাকা ওই চক্র নিয়েছে এবং অবশিষ্ট ৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়োগ পত্রের পরে দেয়ার কথা থাকে। প্রসঙ্গত, নিয়োগ পত্র ভূয়া সন্দেহ হওয়ায় তাদের মাঝে বাদ বিতান্ড হয়। পরে তাদেরকে থানা পুলিশ আটক করে। আটককৃর্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।
পিবিএ/ওআই/বিএইচ