চাকুরী দেয়ার নামে ১১ লক্ষ টাকা আত্মসাত

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকুরী দেয়ার নামে ১১ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে রাজশাহী চারঘাট উপজেলার এক শিক্ষকের বিরুদ্ধে। রাজশাহী বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। অভিযুক্ত ব্যাক্তি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করছে। উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা দপ্তর সম্প্রতী বিষয়টি অবগত হয়েছেন।

সেমাবার সকালে উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন বলেন, ভুক্তভোগীরা মৌখিকভাবে বরবরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছে। অভিযোগকারী উপজেলার কালাবিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ-মোহাম্মদ ও তার স্ত্রী নুর-এ-সাবা। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে দাপ্তরিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা শিমুলিয়া গ্রামের স্থায়ী বাসীন্দা অভিযুক্ত বরবরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে নানা অনিয়ম, অসামাজিক কার্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। ইতোপূর্বে সে শলুয়া ইউনিয়নে শিক্ষক পদে চাকুরী করার সময়ে নারী কেলেঙ্কারী অপরাধে অভিযুক্ত হয়। উপজেলা শিক্ষা কর্মকতা মীর মামুন সময় কালিন নানা অরাধে অভিযুক্ত থেকেও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয় ওই মাসুদ। এমনটাই বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক এবং স্থায়ী বাসীন্দা।

উপজেলা ফকিড়পড়া গ্রামের স্থায়ী বাসীন্দা শাহ মোহাম্মদ ও তার স্ত্রী গনমাধ্যকে বলেন, সঃ প্রাঃ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী দেয়ার নামে ১১ লক্ষ টাকা আত্মসাত করেছে শিক্ষক মাসুদ। যার প্রমান স্বরুপ ২টি ব্যাংকের চেক (অগ্রণী ব্যাংক চারঘাট শাখা এবং শাহজালাল ইসলামিয়া ব্যাংক রাজশাহী শাখা) বিজ্ঞ আদালতে সংরক্ষিত আছে। বিভিন্ন সময়ে অর্থ ফেরত দেয়ার নাম করে প্রায় ৯ বছর অতিবাহিত করেছে। বর্তমান বিজ্ঞ আদলতের বহু মামলার জটিলতা এবং করোনার কারণে ওই অভিযুক্ত ব্যাক্তি সুবিধা ভোগ করছে।

অভিযুক্ত শিক্ষক মাসুদ রানা, প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগ এক রকম মিথ্যা বলে দাবি করে। পরে বিজ্ঞ আদালতের মামলা অশি^কার করে সাংবাদিকদের সাথে মিমাংসার চেষ্ট চালায়। সর্বপরি ওই ব্যাত্তি আগামী শুক্রবার পারিবারিক ভাবে অর্থ লেনদেনের বিষয়টি মিমাংসা করবে বলে গনমাধ্যমকে জানায়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...