পিবিএ,ঢাকা: নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জের চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ১ম শ্রেণীর ছাত্র সিয়াম অপহরণ ও হত্যার মূল আসামী মোঃ মিঠু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১। নিহত সিয়ামের বাবা মোফাজ্জল হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্যই সিয়ামকে হত্যা করার কথা স্বীকার করে।
শুক্রবার উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে লিগ্যাল এন্ড মিডিয়া উইং মোঃ মিঠু মিয়াকে হাজির করে প্রেস ব্রিফিং করা হয়।
পুলিশ সুপার আ হ ম আনোয়ার হোসেন জানান, অনেক দিন ধরে র্যাবের ছায়াতদন্ত চলাকালে নিখোঁজ সিয়ামের অপহরণের মূল আসামী ও পরিকল্পনাকারীকে গ্রেফতার এবং সিয়ামকে উদ্ধারে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হলেও বিভিন্ন কৌশলে আইনশৃংখলার বাহিনীর নজর এড়িয়ে এলাকায় আসা যাওয়া করত মিঠু।
বৃস্পতিবার (৬ ডিসেম্বর) র্যাব-১ এর একটি দল গোপন সংবাদ পেয়ে সিয়ামকে উদ্ধার ও আসামীকে গ্রেফতারে নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে মিঠু মিয়া সিয়ামকে হত্যার কথা স্বীকার করে তার বর্ননা দেয়। মিঠু জানায়,সিয়ামের বাবা মোঃ মোফাজ্জল হোসেনের মালিকানাধীন ইটের ট্রলিতে কাজ করার সময় সহযোগী একজন শ্রমিকের সাথে তুচ্ছ ঘটনায় ঝগড়ায় লিপ্ত হলে তাকে(মিঠু মিয়া) মোফাজ্জল হোসেন গালাগালি করে চড় থাপ্পড় মারে। এতে অপমানিত ক্ষিপ্ত হয়ে সে রড় ধরণের ক্ষতির পরিকল্পনা করতে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিশোধ নিতে ১৩ সেপ্টেম্বর সিয়ামকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে খুন করার উদ্দেশ্যে কৌশলে ডেকে নিয়ে যায় নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজের উপরে। আনুমানিক রাত ৯টার দিকে নদী দেখানোর ছলে কাঞ্চন ব্রিজের রেলিংয়ের ওপরে তুলে সিয়ামকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যা করার কথা বলে।
গত ১৩ সেপ্টেম্বর ৬ বছরের শিশু ১ম শ্রেণীর ছাত্র সিয়াম নিখোঁজ হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর আলোচনার সৃষ্টি করে।সিয়ামের মা ফারজানা বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বরে রুপগঞ্জ থানায় শিশু আপহরণের একটি মামলা দায়ের করলে র্যাব-১ অপহৃত সিয়ামকে উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে।
প্রেস বিফ্রিংয়ের সময় র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম সিয়ামের বাবা মোঃ মোফাজ্জল হোসেন মা ফারজানা উপস্থিত ছিলন।
পিবিএ/এমআই/জেডআই