সাতক্ষীরার চাম্পাফুল আঃপ্রঃচ মাধ্যমিক বিদ্যাপীঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’র উদ্দ্যােগে নারী শিক্ষার্থীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য, পারসোনাল স্যানিটাইজেশন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টায় বিদ্যালয়ের মাঠে ‘আমরা’র সাধারণ সম্পাদক নাজমুল হুসাইনের সঞ্চালনায় এবং সংগঠনটির উপদেষ্টা আসাদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় একজন কিশোরীর প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ে জ্ঞান বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও জীবন দক্ষতা তৈরী করার বিভিন্ন দিক কর্মশালায় তুলে ধরা হয়। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনে ভীতু না হয়ে স্বাভাবিক জীবনযাপন ও সকল নারী শিক্ষার্থীদের মাঝে এই বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালাটিতে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য মূলক পরামর্শ দেন গোঁদাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী দীপ্তি মজুমদার।
পরে উপস্থিত সদস্যদের মধ্যে আজকের কর্মশালা বিষয়ে দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এসময় কয়েকজন শিক্ষার্থী দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদেরকে আগামীকাল বিকেল ৩টায় পুরস্কৃত করা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের পহেলা জানুয়ারি কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠা সংগঠন ‘আমরা’। এটি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের জেলা সাতক্ষীরার একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সমাজের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে মুনাম কুড়িয়েছে সংগঠনটি।