চামড়া সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কাদের

পিবিএ,ঢাকা: কোরবানির পশুর চামড়া নিয়ে সিন্ডিকেট হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। সিন্ডিকেট করে চামড়ার দাম কারসাজি হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, চামড়ার দাম নিয়ে কারসাজি হয়েছে কিনা আমি জানি না। কোরবানির পশুর চামড়া সংগ্রহ বা বেচাকেনা এখনও শেষ হয়নি। আজও অনেকে কোরবানি করবেন। আজও চামড়া বেচাকেনা হবে। তবে সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঈদ যাত্রা নিয়ে তিনি বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ির চাপ আর রাস্তা ছোট হওয়ার কারণেই এ অঞ্চলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি। পাশাপাশি চার লেন থেকে দুই লেন অতিক্রম করার সময় যানবাহন চলাচলে ধীরগতিও যানজটের কারণ।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘গত ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত গড়ে প্রতিদিন ২৪ থেকে ৩৬ হাজার গাড়ি ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়কে চলাচল করেছে। এ মহাসড়কে গাড়ির প্রচণ্ড চাপ থাকায় বঙ্গবন্ধু সেতু এবং পরে নলকা ব্রিজ দুই লেন হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।’ তবে ওই সড়কে ভাঙাচোরা কিংবা অন্য কোনো সমস্যা ছিল না বলে দাবি করেন তিনি।

উত্তরাঞ্চলের সড়কে ঈদযাত্রায় যানজট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে স্বস্তি দিতে চান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যে সমস্যা চিহ্নিত হয়েছে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে। স্বস্তির পথ বের করতে হবে। তবে এলেঙ্গা-রংপুর চার লেন প্রস্তুত না হওয়া পর্যন্ত এ মহাসড়কে যানজট পুরোপুরি কমবে না।’

সব কিছু মিলিয়ে উত্তরাঞ্চলের যানজট ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

পিবিএ/বাখ

আরও পড়ুন...

preload imagepreload image