চারকোল তৈরিতে পাটকাঠি ব্যবহার হওয়ায় পাটকাঠির চাহিদা বেড়েছে কয়েকগুণ। ভালো দামে লাভবান হচ্ছেন কৃষক। একদিকে সোনালী আঁশ, অন্যদিকে রূপালী কাঠি দুই মিলে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে পাট চাষে। চীনে চারকোল রপ্তানি শুরু হয়েছে। বাণিজ্যিকভাবে পাটকাঠি থেকে কয়লা উৎপাদিত হচ্ছে। তাই ভালো দামে বিক্রির আশায় পাটের আশঁ ছাড়িয়ে পাঠকাঠি সংগ্রহ করে রোদে শুকাতে ব্যস্ত এক কৃষক । ছবিটি জামালপুর জেলার মেলান্দহের বাগবাড়ী এলাকা থেকে তোলা। বৃহস্পতিবার, ১১ জুলাই। ছবি:পিবিএ/সাকিবুল ফারাবি

আরও পড়ুন...