পিবিএ,চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি এলাকায় বড়াল নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে চারঘাট মডেল থানার পুলিশ। পুলিশ জানায়,মঙ্গলবার সকালে উপজেলার কালুহাটি এলাকায় বড়াল নদীতে নারীর অর্ধগলিত লাশ উপড় হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে চারঘাট মডেল থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ সমিত কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন লাশের কোন পরিচয় জানা যায়নি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি সনাক্ত করার জন্য এলাকায় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ময়না তদন্তের পরে হত্যার কারণ জানা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পিবিএ/মাইনুল হক সান্টু/এএম