চারঘাটে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবান বিষয়ক কর্মসালা অনুষ্ঠিত

পিবিএ,রাজশাহী : “কেউ পিছনে থাকবে না” বাংলাদেশ আ’লীগ সরকার সকলকে একসঙ্গে নিয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন করবে। গত ২০১৬ সাল থেকে সূচকের ভিত্তিতে বাংলাদেশ এসডিজি অগ্রাধিবার ১৭টি উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে ২০৩০ সালের লক্ষে। বর্তমান সরকার অসাধারন একটি সেলেবাজ প্রত্যেক জেলা ও উপজেলার সরকারী কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন। পর্যায়ক্রমে সকল প্রকল্পের টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে বলে জানান, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) জাকীর হোসেন।

আজ মঙ্গলবার সকালে প্রধান মন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইইউ) এর সহযোগিতায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবান বিষয়ক কর্মসালার আয়োজন করেন চারঘাট উপজেলা প্রাশসান। জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) জাকীর হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপক উপ-পরিচালক পারভেজ রায়হান স্থানীয় সরকার রাজশাহী এবং ইউএনও মোহাম্মদ নাজমুল হক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের একজন সত ও নিষ্ঠাবান শুভাকাঙ্খি। যার প্রচেষ্ঠা কেবল দেশের উন্নয়ন। এদেশ এখন উন্নত এবং উন্নয়নের অগ্রযাত্রা চলমান। কিন্ত স্থানীয় পর্যায়ে টেকসই অভীষ্ট উন্নয়ন সমূহ লক্ষ নিয়ে আগামী ২০৩০ সালের মধ্যে সকল প্রকল্প বাস্তবায়ন করার প্রত্যয় নিয়েছেন তিনি। তদুপরি এই উন্নয়নে কোন ধরনের দূর্নীতি করার কোন সুযোগ নেই।

এসরকার সকলকে নিয়ে দেশের উন্নয়ন করতে চাই। কেউ পেছনে পরে থাকবে এটা কোন লক্ষ নই , কেননা একজন পেছনে থাকার অর্থ হচ্ছে শতভাগ উন্নয়নে বাধা। যার দরুন উপস্থিত সকলকে আহবান করেছেন উন্নয়নের লক্ষ নিয়ে সততার সহিত কাজ করতে হবে বলে জানান, জেলা প্রশাসক এসএস আব্দুল কাদের এবং মূল প্রবন্ধ উপস্থাপক উপ-পরিচালক পারভেজ রায়হান। এসময় চারঘাট উপজেলার সকল কর্মকর্তা, শিক্ষক, চেয়ারম্যান, এনজিও, চারঘাট মানবাধিকার কমিশন, সাংবাদিক এবং শিক্ষার্থী বৃন্দ একর্মসালায় উপস্থিত ছিলেন।

পিবিএ/ অআইআর/এমএস

আরও পড়ুন...