ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় ১০ চাকার (ড্রাম ট্রাক) ট্রাকের ধাক্কায় ১ অটো চালক নিহত হয়েছে। অবৈধ্য এই ট্রাক গুলো পদ্মা নদীর বালু বহনে ব্যবহারিত করছে স্থানীয় বালু ব্যবসায়ীরা। জেলা ও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নাটকিয়তা। দায়িত্ব এরাতে এক অপরের দায় ছাড়াচ্ছেন।
দীর্ঘ দিনের এই অনিয়ম এখন যেন নিয়মে পরিণিত হয়েছে। অদক্ষ এবং অপ্রাপ্ত বয়ষ্ক তুরন চালক দিয়ে চলছে ১০ চাকার ড্রাম ট্রাক। প্রতিদিন প্রায় ১শত’র বেশি ট্রাক বালু বহন করে রাজশাহী ও পাশর্^বর্তি বিভিন্ন জেলা ও উপজেলায় রপ্তানি করছে। সড়ক ও জনপথ, হাই ওয়ে ট্রাফিক পুলিশ, স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ দেখেও যেন নাদেখার নাটক করছে। এছাড়া এই সড়ক দূর্ঘটনা নতুন নয়। প্রায় মৃর্ত্যুসহ পঙ্গুতের জীবন নিয়ে বেচেঁ আছে অনেকে। যতদ্রুত সম্ভব বালু মহলের ব্যবহারিত ট্রাক এবং চারঘাট বাইপাশ মহাসড়কে যানবাহন চলাচলের সঠিক নিয়ম বাস্তবায়ন করতে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে চারঘাট বালু মহলের এজারাদার আক্তারুজ্জামান রনি এই পত্রিকার প্রতিনিধিকে বলেন, তিনি এই সড়কে ১০ চাকার ট্রাক চলাচলের বিষয়ে কিছু জাননে না। ওই ট্রাকটির দূর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে তার দাবি চারঘাট বাইপাশ সড়কটি ভাড়ি যানবাহনের চলাচলের উপযোগি করে তুলা প্রয়োজন।
নিয়মনীতির তোয়াক্কা নাকরে ইচ্ছে স্বাধীন নিয়মে চলছে ট্রাক। আজ বুধবার সকালে চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার মোমিন স-মিলের সামনে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২-৭০৭০) জাফরপুর গ্রামের মৃত আতাহারের ছেলে অক্কাছ (৫৫) ধাক্কা দেয়। ঘটনাস্থলে ভ্যান চালকের মৃর্ত্যু হয়। বিষয়টি চারঘাট মডেল থানা পুলিশ জানতে পেরে দূর্ঘটার স্থল পরিদর্শন করেন। তৎক্ষনাত ট্রাক চালক লিটন ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়।
নিহতের স্ত্রী রওশেনারা ও তার পরিবার ট্রাক বা চালকের বিরুদ্ধে কোন অভিযোগ আনতে রাজি হয়নি। স্থানীয় বিভিন্ন সূত্র মতে জানাযায়, নিহতের পরিবার নেহাত গরীব ও অসহায়। নিহত আক্কাছ পরিবারের এক মাত্র উপার্জনকারী হিসেবে ছিলেন। যার পরিপেক্ষিতে নগদ অর্থ বিনিময়ে ওই ঘটনার সমাধান করা হয়। উপস্থিত এসআই মনিরুল ইসলাম ও এএসআই হাবিব গনমাধ্যমকে বলেন, ট্রাক মালিক পক্ষ এবং নিহতের পরিবার কি ধরনের মিমাংশার সিন্ধান্ত করেছে সে বিষয়ে তারা অজ্ঞ। তবে অভিযোগ করলে তারা অপরাধির বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নিবেন বলে, জানান পুলিশ।
পিবিএ/এসডি