পিবিএ,চারঘাট: মঙ্গলবার রাজশাহীর চারঘাট পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ডে থানাপাড়া গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পাইপলাইন কাজ শুরু হয়েছে। এটি নগর প্রশাসনের বাস্তবায়ন অবকাঠামো প্রকল্পের (ইউজিআইআইপি-৩) অংশ। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩ কোটি ৯৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
এই নগরায়ন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে চারঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৪৪ হাজার ৭শত ১২ জন পৌরবাসী বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আসবে। পৌর সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও ইউজিআইআইপি-৩ মিউনিসিপ্যাল প্রকৌশলী হুমায়ুন কবির জানান, চলতি বছরের ৩ থেকে ৪ মাসের মধ্যে ২৫ হাজার ৫শত মিটার দীর্ঘ বিশুদ্ধ পানি সরবরাহের পাইপলানের কাজ বাস্তবায়ন করা হবে।
মেয়র জাকিরুল ইসলাম বলেন, নানারকম সীমাবদ্ধতা থাকা সত্বেও প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে নগরসেবাগুলো নগরবাসীদের দারপ্রান্তে পৌছে দেওয়ার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। পৌরসভার রুটিন ভিত্তিক নিরবিচ্ছন্ন কাজের পাশাপাশি রাস্তাঘাট, ড্রেন সংস্কার ও নির্মান, স্ট্রিট লাইটং, ল্যাম্প, নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত এবং বিশুদ্ধ পানি সরবরাহের কাজের মাধ্যমে নগরায়নের জন্য উন্নয়নমূল কাজ চলছে।
যত তাড়াতাড়ি সম্ভব নগরবাসীগন বিশুদ্ধ পানির সেবা গ্রহন নিশ্চিত করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘা পৌর প্যানেল মেয়র ও ঠিকাদার পিন্টু, ৫ নং ওয়ার্ড কমিশনার আজমল হোসেন মতি, চারঘাট প্রেস ক্লাবের সহসভাপতি ওবাইদুল হক রবি ও সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু।
পিবিএ/মাইনুল হক সান্টু/বিএইচ