পিবিএ ডেস্ক: মাস দুয়েক আগে শেষ হয়েছে রিয়েলিটি শো ‘সানসিল্ক ডিভাস’। এর চার বিজয়ী অন্তরা, মৌমিতা, শীতল ও সুনন্দা গড়েছেন ব্যান্ড লেইস ফিতা। সম্প্রতি তাঁদের গাওয়া নতুন একটি গান প্রকাশিত হয়েছে। ‘স্বপ্ন এখন আমার হাতে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।
জীবনে প্রথম কোনো গান বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হচ্ছে, এতে ভীষণ উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। মৌমিতা বলেন, ‘আমাদের পেশাদার সংগীতজীবনের যাত্রা শুরু হচ্ছে। ভাবতেই ভালো লাগছে। শীতল বলেন, ‘মনে হচ্ছে স্বপ্নপূরণের পথে যাত্রা শুরু হলো।’ উচ্ছ্বসিত সুনন্দা বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করে শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।
অন্তরা বলেন, ‘স্বপ্ন দেখতাম, নিজের রেকর্ড করা গান শ্রোতারা শুনছেন। সেই সুযোগ গানের দলটি এনে দিয়েছে। স্বপ্নের মতোই লাগছে। চার নারী শিল্পীর পেশাদার এই গানের দলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সনি ডিএডিসি ইন্ডিয়া এবং ক্রেইন্স লিমিটেড বাংলাদেশের মিউজিক কনটেন্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম আর্টিস্ট স্প্রেড। দলটির গান শোনা যাবে আইটিউনস, গুগল প্লে মিউজিক, স্পটিফাই, আমাজনসহ শতাধিক প্ল্যাটফর্ম।
পিবিএ/বিএইচ