চার ম্যাচের জন্য নিষিদ্ধ গ্যাব্রিয়াল শ্যানন

gavriyel_PBA

পিবিএ ডেস্ক: চার ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার গ্যাব্রিয়াল শ্যানন। ‘সমকামী’ মন্তব্য করায় তার এ নিষেধাজ্ঞা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটি ম্যাচই খেলতে পারবেন না এই ক্যারিবিয়ান পেসার। চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও। আগামী ২০ই ফেব্রুয়ারি বার্বাডোসে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে পাঁচম্যাচ ওয়ানডে সিরিজ।

সেন্ট লসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে তৃতীয় টেস্টে ইংলিশ অধিনায়ক রুটকে ‘সমকামী’ বলে স্লেজিং করেন শ্যানন। রুট উত্তরে বলেন, ‘ কাউকে অপমানের জন্য শব্দটা ‘গে’ ব্যবহার করো না। সমকামী হওয়া দোষের কিছু নয়।’ রুট গ্যাব্রিয়াল বিতর্ক ধরা পড়ে স্টাম্প মাইক্রোফেনে। গ্যাব্রিয়ালের এমন আচরণে নীতিমালা ভঙ্গের অভিয়োগ আনে আইসিসি।
এটাই প্রথম নয়, এর আগেও মাঠে অশোভন আচরণের জন্য শাস্তির সম্মক্ষিন হয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার।

গেল বছর নভেম্বরে বাংলাদশে সফরে এসে ইমরুল কায়েসের কাঁধে ধাক্কা দিয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিল। এর আগে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে সরফরাজ আহমেদকে আক্রমণাত্বক শারীরি ভঙ্গির কারণে তিন ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। মাঠে এমন আচরণের কারণে গত দুইবছরের আটটি ডিমেরিট পয়েন্ট যোগ হল শ্যাননের খাতায়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...