পিবিএ,ঢাকা: গত ২১ শে সেপ্টেম্বর রাজধানীর উত্তরার ১২নং সেক্টর ১৪ নাম্বার বাসায় অবস্থিত চালডাল ডট কম এর অফিসে পেশাদার ৬ জন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য চালডাল ডট কম এর কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলৈ, তারা সাংবাদিকদের রুমে বসিয়ে তালা দিয়ে অবরুদ্ব করে রাখে। কিছূ সময় পর চালডাল ডট কম এর কর্মচারীরা তালা খুলে সাংবাদিকদের ডাকাত আখ্যায়িত করে শারীরিক নির্যাতন করে।
তারা আবার সাংবাদিকদের তালাবদ্ব করে রাখে। উত্তরা পশ্চিম থানার এস আই মো: কবীর সাংবাদিকদের রুমে তালাবদ্ধ অবস্থায় পান।
তাৎক্ষণিক ৬ জন সাংবাদিকদের মধ্যে ২ জন সাংবাদিক থানায় চালডাল ডট কম এর বিরুদ্ধে অভিযোগ করেন। কিছু সময় পর চালডাল ডট কম এর উত্তরা শাখার ডাইরেক্টর ঘটনা ধামাচাপা ও সমাধানের জন্য ২০,০০০ টাকা ঘুষ অফার করে।
মূলত সাংবাদিকদের উপর আতর্কিত হামলা ও ঘুষ দেওয়ার অপচেষ্টার কারণে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর উত্তরা ১২নং সেক্টর ৬ নম্বর রোডের কবরস্থানের সামনে পেশাদার সাংবাদিকরা মানববন্ধন করেন। এসময় সাংবাদিক শাহজালাল জুয়েল বলেন আমাদের উপর আতর্কিত হামলার পেছনে তাদের কোন না কোন দূর্বলতা রয়েছে। প্রশাসন এ অনলাইন ব্যবসার অনুমতি ও পর্যবেক্ষণে যারা রয়েছেন, তারা যদি চাল ডাল ডট কমের কাগজ পত্র ও ব্যবস্থাপনার দিকে তাকায় তাহলে তাদের মেয়াদ উত্তীর্ণ এবং পণ্যসহ সকল অপকর্ম ফাঁস হবে।
পিবিএ/এমএসএম