চাল আমদানিতে শুল্ক সুবিধা আরো ৩ মাস বাড়ল

চাল আমদানিতে শুল্ক সুবিধার মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর। এ সুবিধা আরো তিন মাস বাড়িয়েছে সরকার।

২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেদ্ধ চাল ও আতপ চালে আমদানি শুল্ক অব্যাহতি এবং ৫ শতাংশ হারে রেগুলেটরি ডিউটির সুবিধা পাবেন ব্যবসায়ীরা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাড়ের আওতায় চাল আমদানি করতে হলে প্রত্যেক চালানের জন্য অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিতে হবে।

গত জুন মাসের শেষ দিকে প্রথম দফায় চাল আমদানির অনুমতি দেয় সরকার। তারপর আগস্টে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে আমদানির আগ্রহ না থাকায় সরকার শুল্ক কমানোর উদ্যোগ নেয়।

বর্তমানে চাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে।

আরও পড়ুন...