পিবিএ, ঢাকা: শ্রীমঙ্গল থেকে চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে ঢাকায় আসার পর র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন বলে জানায় র্যাব।
সোমবার (২০ মে) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর হাজারীবাগের মধুসিটির সামনের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনির (৪৫) ও গিয়াস (৩৩)।
র্যাব জানায়, শ্রীমঙ্গল থেকে ইস্পাহানী কোম্পানির অন্তত ৮-৯ টন চা পাতাসহ কাভার্ডভ্যান ছিনতাই করে নিয়ে ঢাকায় চলে আসে ছিনতাইকারী চক্র। ছিনতাইকৃত কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় মধুসিটির সামনে র্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে ভ্যানটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী চক্রের দুই সদস্য মারা যান। এসময় র্যাবের দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে চা পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ডভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
পিবিএ/জেডআই