পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দীর্ঘদিন থেকে চা পাতা নিয়ে কারখানা মালিক এবং চা চাষীদের মধ্যে দন্দ্য চলে আসছিলো। কাচা চা পাতার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত চা চাষী, বাগান মালিকরা। এতে গত চার বছর থেকে চাষীরা আন্দোলন করেও সংকট থেকে উত্তরণ করতে পারছিলেন না। উত্তরের জেলা পঞ্চগড়ে এই সংকট থেকে উত্তোরণে জেলা প্রশাসন আন্তরিকতার সাথে সংকট নিরসনে চা শিল্পের সাথে জড়িতদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। শুধু তাই নয় জেলা প্রশাসক সাবেত আলী যোগদানের পর থেকেই জেলার সুুধিজন, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। পঞ্চগড়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি রাতদিন কাজ করছেন।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে জেলা প্রশাসক সাবেত আলী সবার উদ্দেশ্যে বলেন, আজকের পর থেকে চা শিল্প নিয়ে যেই অসৎ উদ্দেশ্য কাজ করবে বা মনের ভেতরে এই ধরনের চিন্তা ভাবনা করবেন তাহলে আমি কঠোর হতে বাধ্য হবো।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু , সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাবের আহবায়ক সরকার হায়দার, পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা, বায়ার, বিডার, কারখানা মালিকসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সংশ্লিষ্টদের মতামত শুনেন।সভায় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম জেলা প্রশাসককে একটি মনিটরিং টিম করার প্রস্তাব করেন ।
কাচা চা পাতার ন্যায্য মূল্যে ক্রয়, গুনগত মান সম্পন্ন চা উৎপাদন সহ কালোবাজারে চা বিক্রি না করার সভায় সিদ্ধান্ত হয়।
সেই সাথে কারখানা এবং চাষীদের চা পাতা তদারকি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিনের নেতৃত্বে একটি মনিটরিং টিম গঠন করা হয়। আগামি তিন দিনের মধ্যে মনিটরিং টিম কাজ করবে বলেও জানান জেলা প্রশাসক।