চিকিৎসার জন্য ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অনুদান প্রদান

 

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: খোন্দকার নাসিরউদ্দিন তার কক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ২ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।


অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মটর নিউরোন রোগে আক্রান্ত আব্দুর রাজ্জাককে দুই লাখ টাকা এবং ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নয়ন খানকে আটত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা কামাল পাশা, লোক প্রশাসন বিভাগের সভাপতি বিতান খানম, এসিসিই বিভাগের সভাপতি ড. মো: কামরুজ্জামান প্রমুখ ।

পিবিএ/এমকে/হক

আরও পড়ুন...