চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. কামাল হোসেন

পিবিএ, ঢাকা : চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার দুপুর একটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুপুর দু’টার দিকে ড. কামাল হোসেন বেইলি রোডের বাসায় পৌঁছেছেন্। এখন তিনি বাসায় বিশ্রামে আছেন।’

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি রাতে ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান। গণফোরাম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হতে পারে। সেখানে সংসদ নির্বাচনে জয়ী গণফোরামের দুই সদস্যের শপথ গহণ ও ৬ ফেব্রুয়ারির নাগরিক সংলাপের বিষয়ে আলোচনা হবে।

পিবিএ/এআর

আরও পড়ুন...