পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা হাসপাতালের ১০০-শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ডের জন্য ১০সেট অক্সিজেন সিলিন্ডার, ১শত পিপিই, ফেসশিল্ড ও গগলস দিয়েছে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব করোনা চিকিৎসা সরঞ্জাম তুলে দেন মুন্নু মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. ফাহমি ইকবাল রাব্বি।
মুন্নু মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা এবং মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নির্বাহী পরিচালক রাফিউল ইসলামের নির্দেশনায় এই চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়।
উল্লেখ্য, করোনা আক্রান্ত রোগীদের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের আসোলেশন ওয়ার্ডের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ১০০-তে উন্নীত করা হলেও চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না।
পিবিএ/মনিরুল ইসলাম মিহির/এএম