পিবিএ ডেস্ক: চিতা ও অজগর–দুটোকেই বলা যায় ভয়াল বন্যদানব। আর তাদের মধ্যে দ্বন্দ্ব আরও ভয়াবহ। গ্রিক পুরানের অ্যাকিলিস ও হেক্টরের যুদ্ধের মতো। তবে বন্য দুনিয়ায় সেই লড়াই এখনও বাস্তবের। বিখ্যাত মাসাইমারা অরণ্যে ঘটেছে এ ঘটনা।
দুনিয়ার ভয়ঙ্কর বনভূমির মধ্যে কেনিয়ার এই প্রাকৃতিক অভয়ারণ্য অন্যতম। চিতা-অজগরের বাঁচা-মরার লড়াই দেখা গেছে এই জঙ্গলে। এতে সর্বশক্তি প্রয়োগ করেছে দৃঢ়শক্তির চিতা। তীক্ষ্ণ নখের থাবা আছড়ে পড়ল ভয়ঙ্কর হাঁ করে তেড়ে আসা অজগরের খুলিতে।
প্রবল সেই আঘাতে ছিটকে গেল অজগর। শরীরজুড়ে রক্তে মাখামাখি। নিস্তেজ হয়ে আসে তার শক্তি। পরাজিত যোদ্ধাদের যেমন কিছু করার থাকে না, অজগরও তেমনি প্রতিরোধহীন হয়ে গেল।
লড়াইয়ে ভয়াল চিতার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাওয়া ভয়ঙ্কর অজগর ঢলে পড়ল মৃত্যুর কোলে। অদ্ভুত এই বন্য দ্বন্দ্বের ছবি তুলেছেন আলোকচিত্রী মাইক ওয়েলটন।
পরবর্তী সময়ে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৮ বছর বয়সী মাইক ওয়েলটন সাধারণ বন্যপ্রাণীদের ছবি তোলেন। তিনি গিয়েছিলেন মাসাইমারা অরণ্যের গভীরে।
সেখানেই তিনি পেলেন জীবন-সংগ্রামের কঠিন মুহূর্ত৷ এই লড়াইয়ে বিজয়ী চিতা চিবিয়ে খেয়েছে তার শিকার অজগরকে।৷ নীরবে তারই সাক্ষী মাইকের ক্যামেরা ও পশুপাখিরা।
পিবিএ/বিএইচ