পিবিএ ডেস্ক: ভয়ঙ্কর গ্যাস প্ল্যান্টে মারাত্মক বিস্ফোরণ চিনে । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে । মৃত্যু হয়েছে ১০ জনের , আহত হয়েছেন ১৯ জন, ৫ জন নিখোঁজ । বিস্ফোরণের কারণ জানা যায়নি। এই বিষ্ফোরন প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়।
গ্যাস প্ল্যান্টের পাশের একটি ইলেক্ট্রিক পোল রাস্তার উপরে চলা গাড়ির উপরে পড়লে কয়েকজন আহত হয় এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণে ওই এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং এর কাছাকাছি কয়েকটি রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
পিবিএ/ইকে