পিবিএ,ঢাকা: বাজারে থাকা চিপসের প্যাকেটে শিশুদের জন্য খেলনা দেওয়ার নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে খেলনাযুক্ত যেসব চিপস বাজারজাত করা হয়েছে তা প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেছেন আইনজীবী মো. মনিরুজ্জামান। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। পাশাপাশি বাজারে থাকা প্যাকেট প্রত্যাহার করতে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মো.মনিরুজ্জামান বলেন, শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে খেলনাটাও খেয়ে ফেলার চেষ্টা করে। অনেক সময় তাদের পেটের মধ্যে ঢুকে যায়। এটা খুবই অশনি সংকেত। তাই এরিট দায়ের করা হয়েছে।
পিবিএ/বাখ