চিলমারীতে অষ্টমী স্নান,পুণ্যার্থীর ঢল

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শেষ হয়েছে। চিলমারী হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান পরিষদের সভাপতি
কর্ণধর বর্মা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অষ্টমী স্নানের উত্তম সময় ছিল শনিবার সূর্য উদয়ের পর থেকে সকাল ৯টা ২১ মিনিট ৩৪ সেকেন্ট পর্যন্ত।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শেষ হয়েছে।

দেশ-বিদেশের প্রায় দুই লাখ পুণ্যার্থীর অংশগ্রহণে স্নান উৎসব শেষ হয়। এছাড়াও উৎসব উপলক্ষ্যে শনিবার বিকাল থেকে উপজেলার রমনা বাজার, জোড়গাছ বাজার, রাণীগঞ্জ বাজার, শখের হাট বাজার ও রোববার বালাবাড়ীহাটে মেলা অনুষ্ঠিত হবে বলে জানান কর্ণধর বর্মা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা ভিড় জমান ব্রহ্মপুত্রের পাড়ে। ৩০-৪৫টির মতো ধর্মীয় ও সামাজিক সংগঠন পুণ্যার্থীদের খাবার ও চিকিৎসা সেবা দিয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন ও নদের অদূরে ৪০/৪৫টি টিউবওয়েল স্থাপন করেছে প্রশাসন।

 

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...