মনিরুল ইসলাম বাবু,পিবিএ,কুড়িগ্রাম: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানের মধ্য দিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। আর সেই সাথে টানা ৫ম বারের মতো শওকত আলী সরকার বীর বিক্রমের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।
তিনি এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা মার্কা নিয়ে লড়বেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ জোবাইদুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ জেলিনা বেগম।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুছ সরকার এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, যুবলীগের নুরুজ্জামান আজাদ জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ মর্জিনা খাতুন জেলি, মহিলা আওয়ামী লীগ নেত্রি আসমা বেগম ও যুব মহিলা লীগের আঞ্জুমান আরা।
শওকত আলী সরকার বীর বিক্রম বলেন, আমি এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার সাথে সাথে এলাকা থেকে মাদক, সন্ত্রাস, দূর্নীতি দূর করা সহ এলাকার উন্নয়নে কাজ করে যাব।
পিবিএ/এফএস