পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা।
বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাবের সহ সভপাতি মমিনুল ইসলাম বাবু, সাপ্তাহিক সহযোগীর নির্বাহী সম্পাদক সাওরাত হোসেন সোহেল, আনন্দ টিভি কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন,রেডিও চিলমারীর অনুষ্ঠান প্রযোজক আশিকুর রহমান প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
পিবিএ/মমিনুল ইসলাম বাবু/বিএইচ