পিবিএ,ঢাকা: কুড়িগ্রামের চিলমারী হাসপাতালের অফিস সহকারী (ক্যাশিয়ার) খায়রুল ইসলামের আঘাতে পরিসংখ্যানবিদ এরশাদুল হক মারাত্বক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এরশাদুলের অফিসে এ ঘটনা ঘটে।
আহত এরশাদুল হক জানায়, কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস থেকে উপজেলা কমিউনিটি ক্লিনিকগুলোর তথ্য চাওয়া হয়। এ সময় খায়রুল ইসলাম অফিসের বাইরে থাকায় পরিসংখ্যানবিদ এরশাদুল হক তথ্য চেয়ে মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে খায়রুল ইসলাম তার স্যালক হোসেন আলীসহ বিকেলে অফিস কক্ষে প্রবেশ করে এরশাদুলকে আক্রমন চালায়। এতে মাথার দুই স্থানে থেতলে গিয়ে এরশাদুল রক্তাক্ত জখম হয়। পরে অফিসের পোর্টার আবু হারেস এরশাদুল হককে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে।তাৎক্ষনিকভাবে তাকে হাসপাতালের জরুরী বিভাগে ৪টি সেলাই দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান সরকার জানান, স্ট্যাপদের মাঝে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিবিএ/এফএস