চীনা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে ৫০ কোটির চুক্তি সিন্ধুর

Sindhu

পিবিএ ডেস্ক : চীনা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী ব্র্যান্ডের সঙ্গে চার বছরের জন্য চুক্তিতে আবদ্ধ হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এই চুক্তির আর্থিক অংকের পরিমান প্রায় ৫০ কোটি টাকা।

রিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় তারকার স্পোর্টস স্পনশরশিপ নিয়ে এই চুক্তি করেছে চীনা ক্রীড়া ব্র্যান্ড ‘লি নিং’। চীনের এই সংস্থাটি গত মাসে আর এক ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্তকে চার বছরের জন্য ৩৫ কোটির স্পনশরশিপ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এছাড়া পারুপল্লি কাশ্যপকে দুই বছরের জন্য ৮ কোটি রুপির স্পনশরশিপ অফার করেছে।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...