পিবিএ ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিরোধ নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, বেইজিংয়ের সঙ্গে চুক্তির জন্য তিনি খুবই আগ্রহী। তিনি মনে করেন, তিনি ও শি কোনো চুক্তিতে পৌঁছালে তা হবে চিরভাস্বর।
শনিবার (২৯ জুন) জি-২০ সম্মেলনের সাইডলাইনে এ দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্মেলনের আলোচ্যসূচির বাইরে ট্রাম্প-শির বহুল আকাঙ্ক্ষিত এ বৈঠকের দিকেই সারাবিশ্বের নজর। এ বৈঠক থেকেই দেশদুটির মধ্যকার উত্তেজনা নিরসন কিংবা বাণিজ্যবিরোধ আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার ধারণা, আমরা খুব কাছাকাছি এসেছিলাম, তারপর কিছু একটা হলো- আমরা একটু পিছিয়ে গেলাম; এখন আমরা আবার কাছাকাছি’।
বেইজিংয়ের সঙ্গে ন্যায্য যে কোনো বাণিজ্য চুক্তিই হবে ‘ঐতিহাসিক’, বলেছেন তিনি। ‘আমার বিশ্বাস এ বৈঠকটি খুবই ফলপ্রসু হবে; এবং আমরা এমন কিছু করবো যা সত্যিকার অর্থেই চিরভাস্বর হবে,’ আশাবাদ ট্রাম্পের।
পিবিএ/বাখ