পিবিএ, ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতবছর চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করলে সমালোচনায় মুখর হয় যুক্তরাষ্ট্র ও চীনের অনেক কোম্পানিসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এই পরিস্থিতির অবসানে বৃহস্পতিবার ওয়ালমার্ট ও টার্গেটসহ মার্কিন ৬শতাধিক কোম্পানি সম্মিলিতভাবে এই অনুরোধ জানায়। রয়টার্স, এমএসএন
কোম্পানিগুলো ট্রাম্প বরাবর একটি চিঠি পাঠিয়ে জানায়, ‘বাণিজ্যযুদ্ধের প্রধান হাতিয়ার শুল্কারোপ মার্কিন ব্যবসায়ী ও ভোক্তাদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। আমরা পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি। চীনের অন্যায্য বাণিজ্য রুখতে শুল্কারোপ কখনোই যথাযথ হাতিয়ার হতে পারে না। কেনোনা, শুল্কারোপের কারণে আরোপিত কর চীন পরিশোধ করছে না বরং মার্কিন কোম্পানিগুলোকেই পরিশোধ করতে হচ্ছে।’
মার্কিন কোম্পানিগুলোর এই সম্মিলিত বার্তা এমন সময় পাঠানো হলো যখন দেশটির প্রায় সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান যৌথভাবে শুল্ক বিরোধী প্রচারণায় নেমেছে। পাল্টাপাল্টি শুল্কারোপ যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করে বাণিজ্যযুদ্ধ বিরোধী জাতীয় প্রচারণা শুরু করেছে দেশটির কৃষি, উৎপাদন, খুচরা বিক্রেতা ও প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী প্রায় দেড় শতাধিক সংগঠন।
উল্লেখ্য, বাণিজ্যযুদ্ধ অবসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প। আগামী ২৮-২৯ জুন জাপানের ওসাকায় ধনী দেশগুলোর সংগঠন জি-২০ এর বৈঠক রয়েছে। সেখানে সম্মেলনের এক ফাঁকে সম্ভাব্য বৈঠকে যদি সমঝোতা না হয় তবে চীনের সকল পণ্যেই শুল্কারোপ করা হবে বলে ট্রাম্প হুঁশিয়ারি দেন।
পিবিএ/বা.খ: