চীনের সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ঢাকা বেইজিংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে
রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সঙ্গে যোগাযোগ

পিবিএ,ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ঢাকা বেইজিংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যাতে করে চীন সরকার মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে, যেন তারা দ্রুত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সে দেশে ফিরিয়ে নেয়।

রোববার একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিপ্লোমেট করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে। ‘রোহিঙ্গা সংকট : বাস্তবসম্মত সমাধানে আন্তর্জাতিক ভূমিক’ শীর্ষক এই সেমিনারটি রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রেটেজিক স্টাডিসের (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরো বলেন, রোহিঙ্গা সংকটটি শুধুমাত্র একটি মানবিক বিষয়ই নয় একই সঙ্গে এটি রাজনৈতিক বিষয়ও। তিনি বলেন, আমরা চীন ও রাশিয়াকে নিরাপত্তার পরিষদে চাই না, বরং তারা রোহিঙ্গা ইস্যুতে আমাদের পাশে থাকুক- সেটিই প্রত্যাশা। ইতিমধ্যে আমাদের পরারাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন। তিনি বেইজিংয়ে এ সংক্রান্ত সভায় যোগ দেন যেখানে মিয়ানমারের রোহিঙ্গাবিষয়ক মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া চীনের মন্ত্রী এবং সরকারি পদস্থ কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আমাদের এসব পদক্ষেপের কারণে চীন বিষয়টির গুরুত্ব ভেতর থেকে অনুভব করতে পেরেছে। তারা তাদের অবস্থান থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমি মনে করি, আমরা সঠিক পন্থা অবলম্বন করছি। ভাসানচরে কমপক্ষে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে বলেও জানান শাহরিয়ার আলম। ডিক্যাব সভাপতি রাহিদ এজাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের সঞ্চলনায় সেমিনারে পররাষ্ট্র সচিব শহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর’র প্রতিনিধি স্টিভেন কর্লিস সেমিনারে বক্তব্য রাখেন।

পিবিএ/হাতা

আরও পড়ুন...