চীনে ফের মানবাধিকার কর্মীর ৫ বছরের কারাদণ্ড

Flag

পিবিএ ডেস্ক : চীনের বেসামরিক ও মানবাধিকার বিষয়ক একটি খ্যাতনামা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা উস্কে দেওয়ার দায়ে আজ মঙ্গলবার তাকে এ সাজা দেয়া হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন একথা জানায়। এএফপি জানায়, লিউ ফিউয়ি এই সিভিল রাইটস অ্যান্ড লিভলিহুড ওয়াচ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত এ ওয়েবসাইটে বিক্ষোভ, পুলিশের নির্যাতন ও সরকারের দুর্নীতিসহ বেসামরিক ও মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন খবর পরিবেশন করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা উস্কে দেয়ার অভিযোগে দোষী সাব্যস্তের পর হুবেই প্রদেশের কেন্দ্রস্থলের সুইঝু ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তাকে এ কারাদণ্ড দেয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চীন বিষয়ক গবেষক প্যাট্রিক পুন এএফপি’কে বলেন, ‘এই সাজা আবারো প্রমাণ করলো যে চীন সরকার ভিন্নমতের লোকজনের কণ্ঠরোধে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার করছে।’ তিনি বলেন, এই মামলায় অনেক ত্রুটি রয়েছে। বিচারে আন্তর্জাতিক মান রক্ষার প্রক্রিয়া মানা হয়নি।

উল্লেখ্য, একই ধরনের অভিযোগে মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝংকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয়ার একদিন পর লিউকে এ সাজা দেয়া হল।

পিবিএ/জিজি

আরও পড়ুন...