চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী বেইজিং থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে অবস্থিত সানহেতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিসিটিভি নিউজ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, একটি ফ্রাইড চিকেনের দোকান থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে।
ল্যাংফাং ফায়ার রেসকিউ ডিট্যাচমেন্ট এক বিবৃতিতে বলেছিল, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যায়, রেস্তোঁরায় আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়ায় ভরে গেছে। এ ছাড়া ভিডিওতে ধ্বংসপ্রাপ্ত ভবনের সম্মুখভাগ, অসংখ্য ক্ষতিগ্রস্ত গাড়ি এবং রাস্তার আশপাশে কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় বিস্তীর্ণ এলাকা ছাই আর ধুলোতে ঢেকে যায়। বহু গাড়ি রাস্তায় ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। একাধিক ভবন প্রায় ভেঙে পড়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনার তদন্তের জন্য স্থানীয় প্রশাসন তদন্তকারী দলকে পাঠিয়েছে।