চুনারুঘাটে শারদীয় দূর্গোৎসবে প্রশাসনের পূজামন্ডপ পরিদর্শন

এম এস জিলানী আখনজী,হবিগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাট উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রায় মন্দিরগুলোতে জ্বলছিল লাল সবুজ বাতি। তোরণ নির্মাণের পাশাপাশি কাঁশফোটা শরতের পরিপূর্ণ রুপ দিতে মন্দিরের প্রতিমাগুলিকে সাজানো হয়েছিল অপরুপ সাজে। ঢাকিরা বাজাচ্ছিল ঢোল। গানের তালে তালে চলছিল নৃত্য। পুরোহিতরা ব্যস্ত সময় পার করছিলেন পূজো অর্চনা করে। অনেক মন্দিরেই সাটানো হয়েছিল জরুরি প্রয়োজনীয় মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন। নিছিদ্র নিরাপত্তার জন্য বসানো হয়েছিল সবকটি মন্দিরে সিসি ক্যামেরা।

সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল চুনারুঘাট উপজেলা প্রশাসন। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে স্ব-স্ব মন্দিরে বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে ষষ্ঠী পূজা শুরু হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সপ্তমী, শুক্রবার (১১ অক্টোবর) অষ্টমী আর শনিবার (১২ অক্টোবর) মহানবমীর পূজা। পঞ্জিকা মতে, এবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা হবে।

এ বছর চুনারুঘাট উপজেলায় ৭৮টি ম-পে দূর্গাপূজার আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটি মন্দিরসহ মন্দিরের আশপাশে লাগানো হয়েছিল বিশেষ নিরাপত্তার জন্য সি-সি ক্যামেরা। যেকোন পরিস্থিতি মোকাবেলায় মন্দিরে মন্দিরে কয়েক স্থরের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী রয়েছিলো সতর্ক অবস্থানে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১ টার দিকে শারদীয় দুর্গাপূজার উৎসবের খোজ-খবর নিতে হবিগঞ্জের চুনারুঘাট ছয়শ্রী ইকরতরী শ্রী-শ্রী মহাপ্রভু মন্দিরের পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ ফরিদুর রহমান। জেলা প্রশাসক চুনারুঘাটের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ প্রমূখ।

বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। প্রতি মন্দিরে দ্বায়িত্বে নিয়োজিত আনসার সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকরা যথাযথভাবে তাদের দ্বায়িত্ব পালন করছেন তা সরজমিনে গিয়ে দেখা গেছে। পুরোদমে চলছিল শারদীয় দুর্গাপূজা উৎসবের আনুষ্ঠানিকতা। পরিবেশ পরিস্থিতি শান্ত আছে। এবারের শারদীয় দূর্গা পূজা উৎসব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কাজ করছেন ফলে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে আশা প্রকাশ করছেন উপজেলা প্রশাসন। সেইসাথে মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার জানান, এ বছর শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি এখানে নিরাপদ এবং নির্বিঘ্নে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন হবে। কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

আরও পড়ুন...