জিলানী আখঞ্জী,হবিগঞ্জ প্রতিনিধি: “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এ শ্লোগানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আহম্মদাবাদ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ২নং আহম্মদাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় ও সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনারুঘাট উপজেলার সভাপতি মোঃ খলিলুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা উলামা মাশায়েক সভাপতি শরিফ মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, উপজেলা উলামা মাশায়েক সাধারণ সম্পাদক মাও: শফিকুল ইসলাম, মোঃ আসিফ ইকবাল দুলাল, মোঃ কামরুল ইসলাম ও ২নং আহম্মদাবাদ ইউনিয়ন শিবির সভাপতি মোঃ নাজমুল হাসান প্রমূখ।
সম্মেলনে ২০২৫-২৬ সেকশনের জন্য মোঃ আব্দুল হাইকে সভাপতি, মোঃ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ রাসেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনারুঘাট উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা। নব-নির্মিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি জামাল আহমেদ, মোঃ কবির মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া. সহ-সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, অফিস সম্পাদক মোঃ রুয়েল মিয়া, হিন্দুধর্ম সম্পাদক শিবায়ন, অর্থ সমপাদক মোঃ কাসেম মিয়া, কার্যকরী পরিষদ সদস্যরা হলেন যথাক্রমে মোঃ সত্তর মিয়া, মোঃ শাকিল মিয়া ও মোঃ দুলাল মিয়া প্রমূখ।