পিবিএ: চুয়াডাঙ্গা: কবুতর চুরির অপবাদে চুয়াডাঙ্গায় দুই স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ওই দুই স্কুল ছাত্রের মধ্যে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। এদিকে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে অভিযুক্ত তুহিনকে পুলিশ আটক করেছে।
আহত দুই স্কুল ছাত্র হলো চুয়াডাঙ্গা আলুকদিয়া আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আজমাইন(১২) ও একই বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র মিরাজ(১০)।
পরিবারের সদস্যরা জানায়, গত শনিবার দুপুরে অভিযুক্ত মুদি ব্যবসায়ী তুহিন কবুতর চুরির অভিযোগে স্কুল ছাত্র আজমাইন ও মিরাজকে স্কুল থেকে ডেকে বেধরক মারপিট করতে থাকে। এ সময় আজমাইন অচেতন হয়ে গেলে তুহিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই স্কুল ছাত্রকে সদর হাসপাতালে নেয়। রোবাবার পুলিশ তুহিনকে আটক করে।
এ ঘটনায় আজমাইনের চাচাতো ভাই বাদি হয়ে তুহিনকে আসামী করে মামলা করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন অভিযুক্ত তুহিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
পিবিএ/টিট/হক